+91 98304-64566 atnmediicaree@gmail.com

আপনার মুখে ছুলি হয়েছে, আর সেই ছুলির বিচ্ছিরি সাদা দাগ যাচ্ছে না কিছুতেই? অনেক তো বাইরে ট্রিটমেন্ট করলেন, এবার নাহয় ঘরেই ট্রিটমেন্ট করে দেখুন। আপনার মুখে হওয়া ছুলির দাগকে টাটা বলুন মাত্র দু সপ্তাহে, তাও আবার ঘরে বসে! কীভাবে?রইলো ঘরোয়া উপায়।

ছুলি কী?

ছুলি কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন যার নাম হল টিনিয়া ভারসিকালার। যেকোনো কারুরই ছুলি হতে পারে, তবে বয়ঃসন্ধির সময়ে কিন্তু ছুলি হওয়ার সম্ভাবনা বেশী থাকে।এতে ত্বকে হালকা সাদা সাদা দাগ হয়। মাঝে মাঝে চুলকোতেও পারে।সাধারণত গরমের দিনে খুব ঘাম হলে, তেলতেলে ত্বক হলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে ছুলি হতে পারে। আর আপনার মুখে যদি ছুলি হয়, তাহলে সেটা দেখতেও কিন্তু খুব বিচ্ছিরি লাগে।আজ দেখে নিন, ছুলির দাগ দূর করার ঘরোয়া টোটকা।

১. টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলের অ্যান্টি-ফাঙ্গাল প্রপার্টি কিন্তু ছুলির দাগ বা ছুলি দূর করতে খুব কাজ দেয়।তাছাড়া চুলকানো থেকেও কিন্তু এটা আপনাকে মুক্তি দিতে পারে।

উপকরণ:

অলিভ অয়েল বা নারকেল তেল ১ চামচ, টি ট্রি অয়েল ৫-৭ ফোঁটা।

পদ্ধতি:

একটা বাটিতে নারকেল তেল বা অলিভ অয়েল আর টি ট্রি অয়েল নিয়ে হালকা করে মেশান। এবার তুলোর বলে করে ছুলিতে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে নিন। দিনে দু’বার করে অন্তত কয়েক সপ্তাহ ধরে করুন। ছুলির দাগ গায়েব হবেই।

অ্যালিন এক্সপোর্টারস টি ট্রি এসেনশিয়াল অয়েল ফর স্কিন,হেয়ার কেয়ার,১৫ মি.লি.

২. নারকেল তেল

ছুলি তো বটেই,যেকোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন সারাতে কিন্তু নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে এবং রোগ সৃষ্টিকারী ফাঙ্গাসকে গোড়া থেকে নির্মূল করে।

উপকরণ:

নারকেল তেল ১ চামচ, সিনামন অয়েল ৫-৬ ফোঁটা।

পদ্ধতি:

নারকেল তেল আর সিনামন অয়েল নিয়ে মিশিয়ে ছুলির দাগে লাগান। শুকিয়ে গেলে ১৫-২০ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে মুছে ফেলুন শুকনো করে। দিনে ২-৩ বার করে কিন্তু করতে পারেন।

সিনামন অয়েল – পিওর অ্যান্ড ন্যাচারাল এনেশিয়াল অয়েল,১০ মি.লি.

৩. অ্যালোভেরা

যেকোনো দাগ সারানোর জন্যই কিন্তু অ্যালোভেরা বেস্ট অপশন। এতে থাকা 14 kDa প্রোটিনের অ্যান্টি-ফাঙ্গাল আর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ছুলি আর ছুলির দাগ দুটোই খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলতে পারে।

উপকরণ:

অ্যালোভেরা জেল পরিমাণ মতো।

পদ্ধতি:

ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে আপনার ছুলির দাগে লাগান। এমনিই শুকোতে দিন। দু সপ্তাহে ফল পেতে চাইলে কিন্তু নিয়ম করে দিনে অন্তত ২-৩ বার লাগাতে হবেই।

৪. দই

প্লেন টকদই কিন্তু ছুলির ইনফেকশন সারানোর প্রাকৃতিক উপাদান হতেই পারে। এতে থাকা প্রোবায়োটিকস ছুলির ছড়িয়ে যাওয়াকে আটকায়, আর দাগ দূর করতে সাহায্য করে।

উপকরণ:

টকদই পরিমাণ মতো।

পদ্ধতি:

দই আপনার ছুলির দাগে লাগান। ১৫-২০ মিনিট মতো রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। আর দিনে ২-৩ কাপ করে দই খাওয়া কিন্তু অভ্যেস করুন।দেখবেন তাহলে ছুলি আর হচ্ছেই না।

৫. রসুন

সহজে ছুলির দাগ থেকে মুক্তি পেতে চাইলে রসুনকে এবার বন্ধু বানান। ছুলির বাড়বাড়ন্ত আটকাতে আর চুলকানি থেকে মুক্তি পাওয়ার এটাই সহজ রাস্তা।

পদ্ধতি:

দই আপনার ছুলির দাগে লাগান। ১৫-২০ মিনিট মতো রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। আর দিনে ২-৩ কাপ করে দই খাওয়া কিন্তু অভ্যেস করুন।দেখবেন তাহলে ছুলি আর হচ্ছেই না।

৫. রসুন

সহজে ছুলির দাগ থেকে মুক্তি পেতে চাইলে রসুনকে এবার বন্ধু বানান। ছুলির বাড়বাড়ন্ত আটকাতে আর চুলকানি থেকে মুক্তি পাওয়ার এটাই সহজ রাস্তা।

অ্যালিন এক্সপোর্টারস গার্লিক অয়েল- ১০০% পিওর,ন্যাচারাল অ্যান্ড আনডাইলুটেডউপকরণ:

রসুনের তেল বা রসুনের রস পরিমাণ মতো।

পদ্ধতি:

ছুলির জায়গায় রসুনের টাটকা রস বা তেল লাগান। ২০ মিনিট মতো রেখে স্নান করে নিন। উপকার পেতে দিনে ১ বার করে করুন।

তাহলে দেখে নিলেন এবার ঘরে বসেই ছুলি তাড়ানো কত সোজা! তাহলে আপনিও কিন্তু ছুলির দাগ থেকে মুক্তি পেয়ে সুন্দর ত্বকের অধিকারী হতেই পারেন।