চুল ওঠার সমস্যা কিন্তু সবচেয়ে পুরনো আর সবচেয়ে অস্বস্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। আর আপনি যতই কিছু ব্যবহার করুন না কেন, এই সমস্যা এতো সহজে যাওয়ার নয়। আর এই সমস্যা তখনই খুব বেশি করে প্রকট হয় যখন দেখি যে চুল যে হারে পড়ছে, সেই হারে চুল গজাচ্ছে না। আর তার ফলেই মাথা জুড়ে তৈরি হয় বড় বড় ফাঁকা জায়গা, যাকে বলে টাক।
চুল ওঠার সমস্যা কিন্তু সবচেয়ে পুরনো আর সবচেয়ে অস্বস্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। আর আপনি যতই কিছু ব্যবহার করুন না কেন, এই সমস্যা এতো সহজে যাওয়ার নয়। আর এই সমস্যা তখনই খুব বেশি করে প্রকট হয় যখন দেখি যে চুল যে হারে পড়ছে, সেই হারে চুল গজাচ্ছে না। আর তার ফলেই মাথা জুড়ে তৈরি হয় বড় বড় ফাঁকা জায়গা, যাকে বলে টাক।
কেন হেয়ার লস কন্সিলার
আগেই বলেছি, চুল পড়া কোনও সমস্যা নয়। সমস্যা হল, যখন চুল পড়ছে তখন তা কত পরিমাণে পড়ছে সেটা দেখা আর দেখার যে নতুন চুল গজাচ্ছে কি না। যদি নতুন চুল না গজায় তাহলে কিন্তু মাথা জুড়ে হয়ে যাবে টাক। গবেষণায় দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষদের মাথায় টাক বেশি করে হয়। আর এর জন্য ভাল চিকিৎসাও আছে, যেমন হেয়ার প্ল্যানটেশন। কিন্তু সেই সবের জন্য তো খরচ প্রচুর। আর সময়ও লাগবে অনেক দিন।
তার বদলে সহজ উপায় আপনার সামনে আছে, হেয়ার লস কন্সিলার ব্যবহার করা। আর যেহেতু আজকের দিনে হেয়ার লস কন্সিলার ব্যবহার খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তাই প্রতিযোগিতার জন্য দামও অনেক কম রেখেছে এই ব্র্যান্ডগুলো। তাই অনেক দিক থেকেই হেয়ার লস কন্সিলার ব্যবহার করা যুক্তিযুক্ত।
কীভাবে কাজ করে হেয়ার লস কন্সিলার
হেয়ার লস কন্সিলার আপনাকে বিকল্প চুলের সন্ধান দেবে। মূলত যে কোনও ভালো কোম্পানির হেয়ার লস কনসিলার কেরাটিন প্রোটিনের সাহায্যে তৈরি হয়। আর কেরাটিন প্রোটিন মূলত আমাদের চুলেরও প্রধান উপাদান। আপনি যখনই এই হেয়ার লস কনসিলার, যা মূলত ফাইবার, তা চুলে ব্যবহার করবেন, সেই ফাইবার তখন আপনার যে চুল মাথায় বর্তমান রয়েছে, তার চারদিকে বসে যাবে। ফলে আপনার মাথার ফাঁকা অংশ আর ফাঁকা দেখাবে না। মনে হবে অনেক চুল আছে সেখানে। আর এভাবেই আপনার টাক ভরে যাবে।
কীভাবে ব্যবহার করবেন হেয়ার লস কন্সিলার
ক. প্রথমে মাথা ভালো করে ধুয়ে চুল শুকিয়ে নিন।
খ. এবার হেয়ার লস কন্সিলার ভালো করে ঝাঁকিয়ে নিন। মাথার যে জায়গায় চুল কম, সেখানে উপর দিয়ে দিয়ে দিন। তারপর হাত দিয়ে খানিক থুপে থুপে সেট করে নিন।
গ. এবার ওই কন্সিলারের উপর দিয়ে লক-ইন স্প্রে ব্যবহার করুন। এতে কন্সিলার অনেক ক্ষণ থাকে।