নিজের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে কে না চায় বলুন। আর এই উপাদানটি যদি আপনার হাতের কাছেই থাকে তাহলে তো কোনো কথাই নেই। আলুর রসের কিছু উপকারিতা এবং তা আপনি কি কি ভাবে ব্যাবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক
আলুর রস ও গোলাপ জলের মিশ্রণঃ- আলুর রসের সাথে গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার মুখ ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা গরম জলের ভাপ নিয়ে তারপর এই মিশ্রণটিতে তুলো ভিজিয়ে নিয়ে তা গোটা মুখে লাগিয়ে নিন। এবার ১০ মিনিট মতো রেখে ঠান্দা জলে মুখ ধুয়ে ফেলুন।
টক দই ও আলুর রসের মিশ্রণঃ- সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তা আপনি মুখে লাগিয়ে ফেলুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে প্যাক শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি স্কিনকে উজ্জ্বল করে তোলে।
আলুর রস ও লেবুর রসের মিশ্রণঃ- আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে তাতে তুলো ভিজিয়ে নিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট মতো রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ থেকে ৪ দিন করতে পারেন।
আলুর রস ও শশার রসের মিশ্রণঃ- আলুর রসের সাথে শশার রস ভালো করে মিশিয়ে নিয়ে তাতে তুলো ভিজিয়ে নিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। এতে আপনাত চোখের তলার ফোলা ভাব দূর হবে।
মুলতানি মাটি ও আলুর রসের ফেসপ্যাকঃ- আলুর রসের সাথে লেবুর রস ও মুলতানি মাটি ভালো করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে তা গোটা মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত শুকিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।